পর্ণো তারকা বলিউড সেলিব্রেটি বনে যাওয়া সানি লিওন বাস্তব জীবনে বেশ কয়েকবারই স্ট্রিপ ডান্স করেছেন। আর এবার নিজেই একটি আইটেম গানের কোরিওগ্রাফি করেছেন তিনি।
মিলাপ জাভেরি পরিচালিত 'মস্তিজাদে' মুভির একটি আইটেম গানে কোরিওগ্রাফি করেছেন সানি। এ সঙ্গে পরিচালক মিলাপ জাভেরি বলেন, 'আমি যখনই সানিকে দৃশ্যটার কথা বললাম, ও লাফিয়ে উঠল! বলল, স্ট্রিপটিজটা ও নিজেই কোরিওগ্রাফ করবে!'
পর্ণোগ্রাফির পর এবার কোরিওগ্রাফিতে কেমন পারদর্শিতা দেখান সময়ই তা বলে দিবে।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৫/শরীফ