বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বাড়ির মালিককে হেনস্থা করার অপরাধে এই বছরের মধ্যেই তাকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন আদালত।
প্রায় তিন দশক ধরে বাড়ির মালিকের সঙ্গে মামলা চলছে আদিত্য পাঞ্চোলির। গত মাসে তাকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বোম্বে হাইকোর্ট। সেই সঙ্গেই বাড়ির মালিককে এরিয়ার হিসেবে ১৩ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পাঞ্চোলি।
১৯৬০-এ জুহুর এই বাংলো ভাড়া নিয়েছিলেন আদিত্য পাঞ্চোলির বাবা। সেই সময় ভাড়া ছিল মাসিক ১৫০ টাকা। ১৯৭৭-এ বেশ কয়েক মাসের ভাড়া বাকি থাকার অভিযোগে মামলা করেন বাড়ির মালিক তারাবাই হাতে। ভাড়া মেটানোর কোনও নোটিশ পাননি বলে শীর্ষ আদালতে মামলা করেছিলেন পাঞ্চোলি। সেই মামলাও খারিজ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৫/ রশিদা