ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। গত রবিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর শুক্রবার সকালে নবজাতককে নিয়ে বাসায় ফিরেছেন এই অভিনেত্রী।
নবজাতকের নাম রাখা হয়েছে আজরীন দৌলা। এছাড়া ঈশিতার সংসারে ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এ প্রসঙ্গে ঈশিতা জানান, ‘এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। যা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি খুবই খুশি’।
প্রসঙ্গত, ১৯৮৬ থেকে ২০১৩ ঈশিতার অভিনয় ক্যারিয়ার। এক সময় তিনি গান করতেন, সাত-আটটি অ্যালবামও বের করেছিলেন। এছাড়া ঈশিতা নিজের লেখা নাটকও পরিচালনা করেছেন।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব