শিগগিরই প্রেক্ষাগৃহ মাতাতে আসছে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’। এ ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সোনম কাপুর। বর্তমানে এ ছবির জোর প্রচারে ব্যস্ত বি টাউন সুপার স্টার সালমান।
হটস্টারের অরিজিনাল শো ‘এম বোলে তো’ মনে খুলে নিজের ব্যক্তিগত জীবনের কথা আলোচনা করেছেন বজরঙ্গী ভাইজান। কথা বলেছেন তাঁর পরিবার, ফার্স্ট ক্রাশ, ফ্যান মেল নিয়ে। এ অনুষ্ঠানে সালমান জানেয়েছেন তার চুমুতে আপত্তির কথা। দাবাং হিরো বলেন, ‘আমার এ বিষয়ে বেজায় অস্বস্তি আছে। আমি লাজুক নই। কিন্তু ব্যাপারটা আমার পছন্দ নয়। পর্দায় চুমু খাওয়ার খুব একটা দরকার আছে বলে মনেই হয়নি কোনোদিন। যে দিন দরকার হবে সেই দিন ভাবা যাবে।’
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা