সালমান খান ও সোনম কাপুর অভিনীত 'প্রেম রতন ধন পায়ো' মুভিটি ১২ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। অথচ মুক্তির আগেই এটি নাকি নির্মাণ খরচের ৭১ শতাংশ টাকা সংগ্রহ করে নিয়েছে। মুভিটি নির্মাণে খরচ হয়েছে ১০০ কোটি রুপি।
সুরজ বারজাতিয়া পরিচালিত 'প্রেম রতন ধন পায়ো' মুভিটি জন্য সালমান নাকি কোনো পারিশ্রমিকই নেননি। ইতিমধ্যে এটির মিউজিক ও স্যাটেলাইট সত্ত্ব থেকে উঠে এসেছে ৫৭ কোটি টাকা। সুতরাং বলা যায়, মুক্তির আগেই হিট সালমান-সোনমের 'প্রেম রতন ধন পায়ো'। এখন দেখার বিষয়, মুক্তির পর বক্স অফিসে আসলেই কতটা সফল হয় এটি।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/শরীফ