'প্রেম রতন ধন পায়ো'র পর এবার সেন্সর বোর্ডের কাঁচি পড়লো রণবীর কাপুর আর দীপিকা পাডুকোনের আগামী ছবি 'তামাশা'য়।। ছবিতে পাঁচটি দৃশ্য কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাঁচির খোঁচা এখানেই শেষ হয়নি। রণবীর-দীপিকার সব ভক্তদের আশাহত করে কাটা পড়েছে একটি চুম্বন দৃশ্যও।
সূত্রের খবর, সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের মতে সেই চুম্বন দৃশ্য নাকি এতটাই 'হট' ছিল যে তা ছাড়পত্র পেতে পারে না। চুম্বন দৃশ্যটি নাকি এখন পর্যন্ত কোনো হিন্দি ছবিতে দেখানো দীর্ঘতম। এমনকি 'রাজা হিন্দুস্তানি'তে দেখানো কারিশমা কাপুর এবং আমির খানের চুম্বন দৃশ্যকেও হার মানিয়ে দিয়েছিল রণবীর-দীপিকার এই চুম্বন।
তবে সেন্সর বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেতে হলে 'তামাশা' থেকে এই সব দৃশ্য বাদ দিতে হবে পরিচালক ইমতিয়াজ আলিকে। ছবিটি ২৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন:
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৫/ রশিদা