বলিউডের বাদশাহ শাহরুখ খানকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের আর্থিক গোয়েন্দা সংস্থা [এনফোর্সমেন্ট ডাইরেকটারেট ইডি]। বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলার সঙ্গে যোগসাজশে গতকাল দুপুরের পর ইডিতে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানেই তাকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডির কর্মকর্তারা। শাহরুখের বক্তব্যও রেকর্ড করা হয়। ইডির একটি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু আজ এ খবর দিয়েছে।
ওই মামলায় চলতি বছরের শুরুতেই ইডি শাহরুখকে তলব করেছিল। এ তলবের প্রেক্ষিতেই তিনি গতকাল সেখানে উপস্থিত হয়েছিলেন। মামলাটি ২০০৮-৯ সালে করা।
বিডি-প্রতিদিন/১১ নভেম্বর ২০১৫/শরীফ