হলিউড অভিনেত্রী নাটালি ডরমারকে চুমু দিয়ে বেশ বিপাকেই পড়লেন আরেক অভিনেত্রী জেনিফার লরেন্স। বিপত্তিটা ঘটেছে যুক্তরাজ্যের লন্ডনে 'মোকিংজায়-পার্ট ২' ছবির প্রিমিয়ার শোতে। সেখানে হাজির হয়েছিলেন জেনিফার লরেন্স। পাশেই টেলিভিশন ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিচ্ছিলেন আরেক অভিনেত্রী নাটালি ডরমার। তাকে চট করে একটি শুভেচ্ছা-চুম্বন দিতে গিয়েই ঘটে বিপত্তি। নাটালির গালে আলতো করে চুমু দিতে গিয়েছিলেন লরেন্স। কিন্তু হঠাৎ নাটালি মুখ ঘুরিয়ে ফেলায় লরেন্সের লিপস্টিক লেপ্টে যায় নাটালির মুখে।
তবে এখানে ঘটেছে আরেক মজার ঘটনা। নাটালি তার গালে লেগে থাকা লিপস্টিক নিয়েই পুরো সাক্ষাৎকার দিয়েছেন। অবশ্য বিব্রত 'দ্য হাঙ্গার গেম: মোকিংজায়' ছবির এই অভিনেত্রী লরেন্স সে সময় বলেই ফেলেছিলেন যে, 'ক্যামেরার সামনেই চুমু দিয়ে ফেললাম! ভালোই লেগেছে'।
শুধু তাই নয়, 'জেনিফার লরেন্সের চুমু মুছে ফেললাম'-সাক্ষাৎকার শেষে গালে লেগে থাকা লিপস্টিকের দাগ মুছতে মুছতে নাটালি মজা করে বলেছিলেন।
ভিডিও:
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ