নম্র-বিনয়ী হিসেবে অ্যালেন শুভ্রর বেশ পরিচিতি আছে। বন্ধুমহলে বা পরিবারে সবার প্রিয় একজন মানুষ। কিন্তু সেই ছেলেটি হঠাৎ কেন বেয়াদব হয়ে গেল? যার তার সঙ্গে বেয়াদবি করছে! ফন্দি-ফিকির করে যাকে তাকে বিপদে ফেলছে! তবে এই বেয়াদবিতে বাস্তবে কারও ক্ষতি হচ্ছে না। কারণ পুরো বিষয়টি পর্দায়।
বাস্তবে ভদ্র আর বিনয়ী হলেও পর্দায় ঠিক বিপরীত চরিত্রে অভিনয় করলেন তিনি। গল্পটার নাম 'বেয়াদব দ্য জিনিয়াস'।
অ্যালেনের সঙ্গে নাটকটিতে জুটি বেঁধেছেন সাবিলা নূর। গল্পে বন্ধুর প্রেমের প্রস্তাব দিতে গিয়ে নিজেই মেয়েটির প্রেমে পড়ে যায় সে! কিন্তু বাধা হয়ে দাঁড়ান মেয়েটির বাবা। বেয়াদব ছেলের সঙ্গে কোন বাবা নিজের মেয়ের সম্পর্ক মেনে নেবেন! কিন্তু হাল ছাড়ার পাত্র নন এ 'বেয়াদব জিনিয়াস'। নানা কৌশল, কুটবুদ্ধি আর ফন্দি আটতে থাকে অ্যালেন।
'বেয়াদব দ্য জিনিয়াস' লিখেছেন ও পরিচালনা করেছেন মারুফ আহমেদ সোহাগ। এ নাটকে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, কচি খন্দকার, এবি রোকন, সোহাগ রানা প্রমুখ। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ