হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মোরশেদুল ইসলামের চলচ্চিত্র 'অনিল বাগচীর একদিন' প্রিমিয়ার হচ্ছে অাজ। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের হল-৪-এ আজ সন্ধ্যা সাড়ে ৬টায় হবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। মুক্তি পাবে ১১ ডিসেম্বর। চলচ্চিত্রটির নির্মাতা মোরশেদুল ইসলাম। অবশ্য হুমায়ূন আহমেদের জন্মদিনে (১৩ নভেম্বর) চলচ্চিত্রটি মুক্তি দিবেন বলে অনেক আগে একবার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। পরে মুক্তিযুদ্ধের এই সিনেমাটি বিজয়ের মাসে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন। চলচ্চিত্রটির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এর নির্মাতা মোরশেদুল ইসলাম, চলচ্চিত্রের প্রযোজক আবুল খায়েরসহ কলাকুশলী ও অভিনয়শিল্পীরা। এতে অনিল বাগচীর চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনেতা আরেফ সৈয়দ। আরো দেখা যাবে গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখকে। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/শরীফ