চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর এখন সেখানেই আছেন জনপ্রিয় অভিনেত্রী দিতি। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরলেই কেবল তাকে দেশে আনা হবে বলে জানিয়েছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী।
লামিয়া বলেন, 'আম্মু এখন মানসিক শক্তি অনেকটা ফিরে পেয়েছেন। হাঁটাচলা করতে পারছেন। নিয়মিত খাওয়া-দাওয়া করছেন। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগে তাকে দেশে নেওয়ার ইচ্ছা নেই।'
প্রথম অস্ত্রেপচার সফল হওয়ার পর সেখানকার চিকিৎসকরা জানান, পরবর্তী চিকিৎসা তথা কেমো বাংলাদেশে গিয়ে নিলেও চলবে। সেই হিসেবে দেশে ফিরেছিলেন দিতি। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ায় প্রথমে স্কয়ার হাসপাতাল, এরপর গত ৩ নভেম্বর তাকে আবার চেন্নাই নেওয়া হয়। এর মধ্যে তার অবস্থা এতটাই গুরুতর ছিলো যে, মাসখানেক নিজের দুই সন্তান ও আত্মীয়-স্বজনদের চিনতে পারছিলেন না।
মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় ২৫ জুন চেন্নাইয়ের একই হাসপাতালে নেওয়া হয়েছিলো দিতিকে। এর চারদিন পর প্রথমবার অস্ত্রোপচার হয়। এক মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন দিতি।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ