বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল'র তৃতীয় আসনের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় পৌঁছেছেন বলিউড তারকা হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ । আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় এসে পৌঁছান বলিউডের এই দুই তারকা। উদ্বোধনী অনুষ্ঠানে আধ ঘণ্টা মঞ্চে থাকবেন ঋত্বিক। রাত ৯ টায় মঞ্চে উঠার কথা রয়েছে তাদের। অবশ্য ঋত্বিকের আগেই মঞ্চে উঠবেন জ্যাকুলিন। একই মঞ্চে গান গাইবেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে।
উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। কনসার্টের শুরুতেই থাকবে বাংলাদেশের জনপ্রিয় তারকা মৌ ও বাফার শিল্পীদের নৃত্য পরিবেশনা। কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড এলআরবি ও চিরকুট এবং মমতাজ গান গাইবেন।
আর রাত ৮ টায় বিপিএল'র তৃতীয় আসরের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/শরীফ