বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন ও তার বিড়াল মিনুকে নিয়ে তৈরি ছবি ‘নির্বাসিত’ কোচি উৎসবে ইন্ডিউড প্যানোরামা সেকশনে সেরার সম্মান পেয়েছে। মুক্তির আগে থেকেই সংবাদ শিরোনামে ছিল চূর্ণী গঙ্গোপাধ্যায়ের প্রথম পরিচালিত এই ছবি। ইন্টারন্যাশনাল ফিল্ম সার্কিটেও প্রশংসিত হয়েছে 'নির্বাসিত'।
পুরস্কার জেতার খবরে আনন্দিত চূর্ণী গণমাধ্যমকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্টদের বিচারে সেরা হওয়ার একটা আলাদা সম্মান আছে। আমি রোমাঞ্চিত। এটা সত্যিই বড় সারপ্রাইজ।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৫/ রশিদা