হলিউডের শীর্ষ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও তার দুই সন্তান মিলে একটি মুভি নির্মাণ করছেন। মুভিটির নাম রাখা হয়েছে 'ফার্স্ট দে কিলড মাই ফাদার'। এটি পরিচালনা করবেন জোলি। আর তাকে এ কাজে সহায়তা করবেন তার দুই সন্তান ম্যাডোক্স ও প্যাক্স।
মুভিটির পটভূমি ১৯৭০ সালে সংঘটিত কম্বোডিয়ার গণহত্যা। ম্যাডোক্সের বয়স ১৪ যে নিজেই একজন কম্বোডিয়ান। মুভিটির গবেষণার কাজে সে মাকে সাহায্য করছে। আর ১১ বছরের প্যাক্স স্থিরচিত্র নিয়ে কাজ করছে।
এর আগেও অবশ্য মায়ের সঙ্গে কাজ করেছে ম্যাডোক্স। জোলির আসন্ন মুভি 'বাই দ্য সি'তে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে ম্যাডোক্স। মুভিটিতে দীর্ঘ ১০ বছর পর স্বামী ব্র্যাড পিটের সঙ্গে পর্দায় দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ