'ভারত ধর্মীয়ভাবে অসহিষ্ণু' -চলমান এই বিতর্কে এবার জড়ালেন বলিউড অভিনেতা আমির খান। দেশজুড়ে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা ও নিজ সন্তানদের জন্য এক ধরনের নিরাপত্তাহীনতার আবহের মধ্যে অামিরের স্ত্রী কিরণ রাও তাকে ভারত ছেড়ে যাওয়া উচিত কিনা এ ব্যাপারে প্রশ্ন রেখেছেন। অসহিষ্ণুতার ইস্যুতে গত ৬-৮ মাস ধরে তার পরিবার এক ধরনের অসহায়ত্বের মধ্যে আছে বলেও জানান আমির। সেইসঙ্গে কোনো ধর্মই মানুষ হত্যার শিক্ষা দেয় না বলেও মনে করেন ও অসহিংস প্রতিবাদের প্রতি নিজের সমর্থনের কথা জানান এ অভিনেতা। রামনাথ গোয়েনকা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গতকাল এসব কথা বলেন আমির।
উত্তর প্রদেশে গত সেপ্টেম্বর মাসে গরুর মাংস খাওয়ার অপরাধে মো. আখলাক নামে এক মুসলমানকে পিটিয়ে হত্যা ও কয়েকজন যুক্তিবাদীকে হত্যার প্রেক্ষিতে ভারত ধর্মীয়ভাবে অসহিষ্ণু বলে বিতর্ক উঠে। এ বিতর্কে ইতোমধ্যে শামিল হয়েছেন অভিনেতা শাহরুখ খানসহ বলিউডের অনেক চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীরা। অসহিষ্ণুতার প্রতিবাদে দেশটির বেশ কিছু লেখক জাতীয় পুরস্কারও ফিরিয়ে দিয়েছেন। এদের সর্বশেষ সংযোজন হলো আমির খান। ধর্মীয় অসহিষ্ণুতার ইস্যুতে এসব লেখক ও বুদ্ধিজীবীদের প্রতি নিজের সমর্থন দিয়েছেন অামির। ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, 'ইতিহাসবিদ, বিজ্ঞানীরা তাদের মতামত ব্যক্ত করেছেন। পুরস্কার ফিরিয়ে দেয়ার মাধ্যমে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন। প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার আছে।'
পদ্মশ্রী ও পদ্মভূষণ অ্যাওয়ার্ড পাওয়া এই অভিনেতা সব ধরনের অসহিংস প্রতিবাদ ও আন্দোলনকে সমর্থন করেন বলেও জানিয়েছেন।
প্যারিসে গত ১৩ নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়েও কথা বলেছেন আমির। ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদকে গুলিয়ে ফেলা ঠিক নয় বলে তার মত। অামির বলেন, 'কোনো ধর্মই মানুষ হত্যার শিক্ষা দেয় না বলে আমি মনে করি।' বেশ কয়েকটি ইসলামভিত্তিক সংগঠন সন্ত্রাসী গোষ্ঠী আইএস'র বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে প্রসঙ্গ টেনে একথা বলেন তিনি।
এদিকে, আমিরের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। অামিরকে উদ্দেশ্যে করে বেশ কয়েকটি টুইট দিয়েছেন তিনি। এসব টুইটের মাধ্যমে ধর্মীয় অসহিষ্ণুতা ইস্যুতে আমিরের স্ত্রীর নিরাপত্তাহীনতার অনুভব সঠিক নয় বলেও বোঝানোর চেষ্টা করেন অনুপম। যেমন এক টুইটে তিনি লিখেন, তুমি কি কিরণকে বলেছো যে তুমি এই দেশে আরো অধিকতর খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো। কিন্তু ভারত ছাড়ার কথা কখনোই ভাবনি।' ভারতের প্রতি আমিরের 'চমৎকার' [ইনক্রেডাবল] মনোভাব কখন 'অসহিষ্ণুতায়' পরিণত হলো এ ব্যাপারেও এক টুইটে প্রশ্ন রেখেছেন অনুপম।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ