আমিরের 'অসহিষ্ণু' ইস্যুতে এবার টুইট বার্তা দিলেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। তিনি বলেন, বিশ্বের সব জায়গায়ই অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়েছে। তবে আমির খানের মত সেলিব্রিটিদের জন্য সবচে' নিরাপদ ভারত।
এর আগে অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় আমির খানকে নিয়ে মন্তব্য করেন বলিউড অভিনেতা অনুপম খের, পরেশ রাওয়াল আর অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান।
অন্যদিকে, অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্যকে কেন্দ্র করে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য ডেরেক ও ব্রায়ান। তার মতে, অসহিষ্ণুতা ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর, ২০১৫/ রশিদা