ছেলের নামে ‘ভিয়ান’ নতুন মোবাইল ফোন বাজারে আনলেন অভিনেত্রী শিল্পা শেঠি।
এ উপলক্ষে সম্প্রতি মুম্বাইতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা, মালাইকা আরোরা খান, ফারহা খান, জিতেন্দ্র প্রমুখ।
ফোনটির দাম রাখা হয়েছে ৮৪৯ টাকা থেকে ১২,৯৯৯ টাকার মধ্যে। স্মার্টফোনের সব রকম সুযোগ সুবিধা রয়েছে তাতে।
রাজ কুন্দ্রা জানিয়েছেন, 'ভিয়ান শব্দের অর্থ জীবন এবং এনার্জি। আমরা আশা করছি এই ফোনের মাধ্যমে কাস্টমাররা সব রকম সুবিধা উপভোগ করতে পারবেন।'
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন