গত কয়েকদিন ধরেই গুজব শোনা যাচ্ছিল যে বলিউড অভিনেত্রী ও অাইপিএল'র দল কিংস একাদশ পাঞ্জাবের সহমালিক প্রীতি জিনতা আগামী বছরের জানুয়ারিতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। নতুন বছরে শুরুতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে প্রীতির। সেখানেই ঘরোয়া পরিবেশে নিতান্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বয়ফ্রেন্ড জেন গুডনফকে বিয়ে করবেন তিনি। মুম্বাই মিরর প্রীতির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সম্প্রতি এমন একটি খবর দিয়েছিল। এতদিন এই খবরে কোনো প্রতিক্রিয়া না দিলেও শেষ পর্যন্ত মুখ খুলেছেন তিনি। গতকাল এক টুইট বার্তায় এমন খবর নাকচ করে দিয়েছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। সেইসঙ্গে যখনই নিজের বিয়ের পরিকল্পনা করবেন তখনই ভক্তদের সঙ্গে তা শেয়ার করবেন বলে জানান তিনি। খবর অাইএএনএস'র
কিংস একাদশ পাঞ্জাবের সহমালিক নেস ওয়াদিয়ার সঙ্গে প্রেমের বিচ্ছেদ ঘটার পর থেকেই জেনের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন প্রীতি। নেসের সঙ্গে বিচ্ছেদ পরবর্তী কঠিন সময়ে সবসময় প্রীতির পাশেই অাছেন জেন।
টুইটে প্রীতি লিখেন, 'আমি জানুয়ারিতে বিয়ে করছি না লোকজনকে তা বলাটা অস্বাভাবিক মনে হলেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যখনই বিয়ের পরিকল্পনা করবো তা আমার সকল ভক্তদের জানাবো।'
উল্লেখ্য, 'সোলজার' তারকা প্রীতি জিনতাকে সর্বশেষ ছোটো পর্দায় দেখা গিয়েছিল ডান্স রিয়েলিটি শো 'নাচ বালিয়ে ৭'এ। শোটিতে বিচারকের ভূমিকায় ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৫/শরীফ