লর্ডসের সেই বাইশ গজ। ডান হাতি পাঞ্জার ছয়ে উত্তাল লর্ডসের গ্যালারি। একটার পর একটা ছক্কা ছুঁয়ে যাচ্ছে বাউন্ডারি। ক্রিজে সেই মহম্মদ আজহারউদ্দিন। তবে রিয়েল লাইফের আজহার নয়। এবার আজহারউদ্দেনের জায়গায় ইমরান হাসমি। অ্যান্টনি ডি'সুজা পরিচালিত বায়োপিক 'আজহার'-এ তিনিই নায়কের ভূমিকায় অভিনয় করছেন। পরিচালক নতুন বছরেই এই বায়োপিক উপহার দিতে চান দর্শকদের। ২০১৬ সালের ১৩ মে এই ছবি মুক্তি পাওয়ার কথা।
১৭ বছর বয়সে ক্রিকেট দুনিয়ায় আসার পর থেকে তাঁর জীবনের প্রতিটি মোড়, তাঁকে ঘিরে প্রতিটি বিতর্কেরই ঝলক রয়েছে এই ছবিতে। এমনকী তুলে ধরা হয়েছে তাঁর দাম্পত্য জীবনের খুঁটিনাটিও। যেখানে তাঁর প্রথম স্ত্রী নৌরিনের ভূমিকায় অভিনয় করছেন প্রাচী দেশাই, দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় রয়েছে নার্গিস ফখরি।
সম্প্রতি হায়দরাবাদে শুটিং করতে গিয়েছিলেন ইমরান আর প্রাচী। শুটিং সেরেই তাঁর 'নৌরিন লুক' পোস্ট করেন। জানান, আহজারউদ্দিনের প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে পেরে খুবই খুশি।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ