জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনকে নিয়ে নির্মিত প্রথম মুভি হচ্ছে 'তেরে বিন লাদেন'। এটি মুক্তি পায় ২০১০ সালে। দারুণ সাড়া ফেলেছিল মুুভিটি। এরই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে এর সিক্যুয়েল।
অভিষেক শর্মা পরিচালিত সিক্যুয়ালটির নাম রাখা হয়েছে 'তেরে বিন লাদেন- ডেড অর এলাইভ'। সম্প্রতি সিক্যুয়ালটির একটি পোস্টারও প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, ওসামা বিন লাদেন একটি রকেট লাঞ্চারের উপর বসে আছেন এবং তার হাতে একটি পত্রিকা। আর পত্রিকাটির শিরোনাম 'বিন লাদেন ডেড'।
'তেরে বিন লাদেন'ও পরিচালনা করেন অভিষেক শর্মা।
এর সিক্যুয়ালও আগের মতোই কমেডি ড্রামা নির্ভর হবে বলে মনে করা হচ্ছে। এটি প্রযোজনা করছেন ফ্যান্টম ফিল্মস এবং ওয়াকওয়াটার মিডিয়া। অাগামী বছরের ১৯ ফেব্রুয়ারি এর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিক্যুয়ালে অভিনয় করছেন মনিষ পাল, প্রধুমান সিং, সিকান্দারসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৫/শরীফ