বলিউডে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের পরবর্তী মুভি 'এ দিল হে মুশকিল'এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সানি লিওনকে। এমন খবর যখন জোরালো হচ্ছিল ঠিক তখনই মুভিটিতে একটি অতিথি চরিত্রে অভিনয়ের কথা নাকচ করে দিলেন সানি নিজেই। এ সংক্রান্ত সব খবর ভুয়া বলে জানান তিনি। খবর পিটিঅাই'র
করণ জোহরের রোমান্টিক মুভিটিতে থাকছেন কিনা এমন এক প্রশ্নে সানি বলেন, 'তা সঠিক নয়। লোকজন উত্তেজিত খবর তৈরি করতে পছ্ন্দ করে। বিশ্বাস করুন, যখনই এমন কিছু করি তখনই টুইট করে আপনাদের সবসময় তা জানাই। ঠিক কি ঘটতে যাচ্ছে তা সবসময়-ই অামরা সবাইকে জানাই। এসব ব্যাপারে আমরা অনেকটাই খোলামেলা। '
করণ জোহরের 'এ দিল হে মুশকিল'এ অভিনয় করছেন রনবীর কাপুর, ঐশ্বরিয়া রায় বচ্চন ও আনুশকা শর্মা।
সোহাইল খানের পরবর্তী মুভিতে নওয়াজউদ্দিনের বিপরীতে অভিনয়ের জন্য সানির শরণাপন্ন হয়েছিলেন সংশ্লিষ্টরা -এমন খবরকেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। সানি বলেন, 'না, তা সত্য নয়। মুভিটির জন্য আমার কাছে কেউ আসেনি।'
উল্লেখ্য, সানি অভিনীত নতুন মুভি 'মাস্তিজাদে' ২০১৬ সালের ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে।
বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৫/শরীফ