বলিউডের সুপারস্টার হিসেবে পরিগণিত হচ্ছেন সালমান খান। এই তারকার বর্ণিল জীবন নিয়ে এবার প্রকাশিত হচ্ছে একটি বই [আত্মজীবনী]। এর নাম 'বিইং সালমান'। চলতি মাসের ২৭ তারিখে ৫০-এ পা দিবেন সালমান। এদিনেই তার আত্মজীবনীর মোড়ক উম্মোচন হবে।
সালমানের জীবনীটি লিখেছেন জসীম খান। বইটিতে তার ব্যাক্তিগত এবং পারিবারিক জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, বাজরঙ্গী ভাইজান খ্যাত অভিনেতা সালমানের 'বিইং হিউম্যান' নামে একটি দাতব্য প্রতিষ্ঠানও রয়েছে।
বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর ২০১৫/শরীফ