হলিউডের সুপারস্টার ভ্যান ডিজেল অভিনীত নতুন মুভি 'এক্সএক্সএক্স-জান্ডার কেইজ রিটার্নস'এ বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন বলে গুজব উঠেছে। দীপিকা সম্প্রতি ভ্যান ডিজেলের সঙ্গে নিজের একটি ইনস্টাগ্রাম ছবি শেয়ার করেছেন। এর প্রেক্ষিতে ওই গুজব আরো জোরালো হয়েছে। ছবিটিতে ভ্যান ডিজেলকে দীপিকার আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। সেইসঙ্গে ছবিটির ব্যাকগ্রাউন্ডে ওই মুভিটির লোগোও দেখা যাচ্ছে। এ ঘটনা সত্যি হলে তা দীপিকা ও তার ভক্তদের জন্য বেশ রোমাঞ্চকর হবে তা নিঃসন্দেহে বলা যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/ ৫ ডিসেম্বর ২০১৫/শরীফ