শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের বহুল আলোচিত ও সমালোচিত মুভি 'হেট স্টোরি থ্রি'। এটি মূলত 'হেট স্টোরি'র একটি সিক্যুয়াল। আর মুক্তির প্রথম দিনেই বলিউডে ঝড় তুলেছে মুভিটি। এতে অভিনয় করেছেন করণ গ্রোভার ও জেরিন খান।
মুক্তির আগেই 'হেট স্টোরি থ্রি' নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। তবে সব সমালোচনা ছাপিয়ে মুক্তির প্রথম দিনেই আয়ের দিক দিয়ে এটি আগের দুটি সিরিজকে ছাড়িয়ে গেছে।
৪ ডিসেম্বর ভারতঝুড়ে ২,৬৯০টি সিলেমা হলে মুক্তি পায় 'হেট স্টোরি থ্রি'। এতে জেরিন ও করণ ছাড়াও আরো অভিনয় করেছেন সারমান জোশি ও ডেইজি শাহ।
মুভিটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ২৪ কোটি রুপি। অথচ মুক্তির প্রথম দিনেই এর আয় দাঁড়িয়েছে ৯ লাখ ৭২ কোটি রুপি।
এদিকে, নগ্নতায় 'হেট স্টোরি'কেও ছাপিয়ে গেছে 'হেট স্টোরি'র সিক্যুয়াল। মুভিটিতে জেরিন যেভাবে নগ্ন হয়ে অভিনয় করেছেন তাতে এ নিয়ে সমালোচনা হওয়ার-ই কথা। জেরিন এবারই প্রথম কোনো মুভিতে এতটা নগ্ন হলেন। তবে তার নগ্ন হওয়া নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/৬ ডিসেম্বর ২০১৫/শরীফ