বেশ কয়েকদিন ধরেই বলিউড পাড়ায় গুজব শোনা যাচ্ছিল যে 'সুলতান' মুভিতে সালমান খানের বিপরীতে থাকছেন পরিণীতি চোপড়া। তবে গুজবকে স্রেফ গুজব বলেই জানিয়েছেন এই অভিনেত্রী। আলী আব্বাস জাফর পরিচালিত মুভিটিতে তিনি থাকছেন না বলে এক টুইট বার্তায় জানিয়েছেন।
টুইটে পরিণীতি লিখেন, 'গাইজ, আমি মুভিটিতে অভিনয় করছি না। তাই দয়া করে সব গুজব বন্ধ করুন। সময়মতো আমাকে পরবর্তী মুভি ঘোষণা করতে দিন। পরিণীতির এই ঘোষণায় 'সুলতান'এ সালমানের লেডি কে হচ্ছেন তা নিয়ে রহস্য আরো ঘনীভূত হলো।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ