কিছুদিন আগে পর্যন্তও তিনি ছিলেন বলিপাড়ার বাবলি গার্ল। এমনকি ছবিতেও তার চরিত্ররা ছিল তার মতোই। কিন্তু সম্প্রতি এক ফটোশুটে সে ইমেজ ভেঙে একেবারে নয়া রূপে ধরা পড়লেন পরিণীতি।
'লেডিজ ভার্সস রিকি বেহাল' থেকে 'দাওয়াত-এ-ইশক'- পরিণীতি চোপড়া মানেই স্মার্ট এক বাবলি মেয়ের অমেজ ভেসে আসে। নিজেই সে অমেজ ভাঙলেন পরিণীতি। এক ফটোশুটে যেন দেখা মিলল মর্দানির। যশরাজ ফিল্মসের ব্যানারে এ ফটোশুট করেছেন চিত্রশিল্পী অভয় সিং। কী কারণে এ শুট তা অবশ্য জানানি পরিণীতি, তবে টুইট করে বলেছেন, 'এই ফটোশুট যেন তার আসল রূপকেই তুলে ধরে ধরেছে। ব্যায়ামের নানা ভঙ্গিতে, কখনো বা বক্সিং অ্যাকসনে তোলা ছবিতে পরিণীতিকে যেরকম স্মার্ট ও আত্মবিশ্বাসে পূর্ণ বলে মনে হয়েছে, তিনি নিজে ঠিক এই জায়গাতেই পৌঁছতে চেয়েছিলেন বলে জানিয়েছেন। বলেছেন, ৪ বছর আগে ছবির দুনিয়া যে মেয়েটিকে দেখেছিল, সে মেয়েটি আজ যেমন, তেমনটাই যেন উঠে এসেছে এ ফটোশুটে। তারই তৈরি করা ইমেজ ভেঙে তাকে বেরোনোর সাহস দিয়েছে এ শুট-এমনটাই জানিয়েছেন তিনি। এই ফটোশুট যে কাউকে চ্যালেঞ্জ নিতেও উৎসাহ দেবে বলে মত তার। এছাড়াও জানিয়েছেন, নিজের এই শরীর নিয়ে গর্বিত তিনি। ৯ মাস পরিশ্রম করে তবেই তিনি শরীরকে এরকম ফিট করে তুলতে পেরেছেন।
এর আগেও সাহসী ফটোশুটে দেখা গিয়েছিল পরিণীতিকে। ডাবু রত্নানির সে ছবিতে অবশ্য আলো আঁধারিতে তার আবেদনই অন্য মাত্রা পেয়েছিল। এ ছবি একেবারে অন্যরকম। প্রতিটি ছবিতে আছে একটি উৎসাহমূলক কথাও। মিঠে রোম্যান্টিক ইমেজ ছেড়ে সেই উৎসাহ নিয়ে, সংস্কার ভেঙে সত্যিই যেন বলিপাড়াকে নয়া রূপ দেখালেন পরিণীতি।
আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে তিন ঘণ্টার সফরে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছবেন।
আইএসপিআর সূত্রে জানা যায়, বাংলাদেশ মিলিটরি একাডেমির (বিএমএ) ৭৩তম দীর্ঘ মেয়াদী এবং ৪৪তম স্বল্প মেয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে এই দুই ব্যাচের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও সেরা ক্যাডেটদের পুরষ্কৃত করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ী ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার কথা রয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিদায়ী ক্যাডেটদের অভিভাবকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে যোগদান শেষে দুপুর ২টার পর হেলিকপ্টারযোগে ফের ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৫/শরীফ