বলিউড অভিনেতা সালমান খানের ৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় দেয়া হচ্ছে আজ। বোম্বে হাইকোর্ট অাজ এ রায় দিবেন। রায় প্রদানের সময় সালমানকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক এ. আর যোশি।
২০০২ সালের 'হিট অ্যান্ড রান' মামলায় চলতি বছরের ৬ মে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত [সেশন্স কোর্ট]। ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে একজনকে হত্যার দায়ে সালমানকে ওই রায় দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে জুনে বোম্বে হাইকোর্টে আপিল করেছিলেন তিনি। এর প্রেক্ষিতে সালমানকে জামিন দেয় আদালত। পরবর্তীতে আপিল শুনানি বেশ কয়েকবার পেছানো হয়। অবশেষে আজ ওই রায়ের বিপক্ষে করা সালমানের আপিলের চূড়ান্ত রায় হচ্ছে।
উল্লেখ্য, ২০০২ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মুম্বাইয়ের এক রাস্তায় নিজের এসইউবি গাড়ি চালানোর সময় তা এক পর্যায়ে রাস্তার পাশের ফু্টপাতে চলে যায়। এতে এক ব্যক্তির মৃত্যু হয় ও চারজন আহত হয়। এ ঘটনায় সালমানের বিরুদ্ধে একটি আমলা হয় যা 'হিট অ্যান্ড রান' নামে পরিচিতি পায়।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৫/শরীফ