জনপ্রিয়তায় ভারতে সালমান-ক্যাটরিনাকেও ছাড়িয়ে গেছে সানি লিওন। অন্তত গুগল সেটাই বলছে। ২০১৫ সালে গুগলে ভারতীয়দের গড়পরতা অনুসন্ধানের শীর্ষে রয়েছে সানি লিওনের নাম। এ তালিকায় দ্বিতীয় স্থানে সালমান খান, তৃতীয় সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, চতুর্থ ক্যাটরিনা কাইফ আর পঞ্চম স্থানে রয়েছে দীপিকা পাডুকোনের নাম। সম্প্রতি গুগল এ তালিকা প্রকাশ করেছে।
ইন্টারনেটে যেকোনো কিছু খুঁজে বের করতে অন্যতম সহায়ক গুগল। প্রতি সেকেন্ডে কয়েক কোটি মানুষ গুগলে বিভিন্ন বিষয় তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। গুগলও সেই হিসেব তাদের কাছে রাখে। এমনকি অনুসন্ধানকারীর চাহিদা বিবেচনা করে কাঙ্ক্ষিত বিষয়গুলো সামনে নিয়ে আসে। সম্প্রতি গুগল দেশ ভেদে মানুষ গুগলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি খুঁজেছে তার তালিকা প্রকাশ করেছে। সেখানে আছে বৈশ্বিক হিসেবও।
ভারতে গুগল অনুসন্ধানে সাধারণ মানুষের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে সাবেক কানাডিয়ান পর্নো তারকা ও বর্তমানের বলিউড অভিনেত্রী সানি লিওন। এদিকে অভিনেত্রী ক্যাটাগরিতেও অনুসন্ধানের শীর্ষে রয়েছে এ অভিনেত্রীর নাম। এ ক্যাটাগরিতে প্রথম সানি লিওন, দ্বিতীয় ক্যাটরিনা কাইফ, তৃতীয় দীপিকা পাডুকোন, চতুর্থ আলিয়া ভাট ও পঞ্চম স্থানে রয়েছে রাধিকা আপ্তের নাম।
তবে নারী হওয়ায় অভিনেতা ক্যাটাগরিটি বোধহয় হাতছাড়া হয়ে গেছে সানির। এখানে প্রথম স্থানে আছেন সালমান খান, দ্বিতীয় শাহরুখ খান, তৃতীয় অক্ষয় কুমার, চতুর্থ শহিদ কাপুর ও পঞ্চম চেয়ারটি দখল করেছেন হৃতিক রোশন।
তথ্যসূত্র : গুগল ট্রেন্ডস
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ