বর্তমানে পৌর নির্বাচন উপলক্ষ্যে সারেদেশে ভোট চেয়ে বেড়াচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা। তাই জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ভোট চাইছেন শুনে হয়তো চমকে যেতে পারেন! ভাবছেন রূপালি পর্দা থেকে চিত্রনায়িকা কি সত্যিই পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে তা বাস্তব জীবনে নয়, রূপালি পর্দায়। নির্বাচনে মৌসুমীর মার্কা 'কবুতর'।
বিজয় দিবস উপলক্ষে লিডার সিনেমার ‘বঙ্গবন্ধু হও আবার’ শিরোনামের ৩ মিনিট ২০ সেকেন্ড ব্যাপ্তীর গানের একটি দৃশ্য ইউটিউবে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় ঘুরে ভোট চাইছেন মৌসুমী। কবুতর মার্কায় ভোট চেয়ে সাধারণ মানুষের দোয়া নিয়েছেন তিনি। এমনকি প্রকাশিত ওই ভিডিওতে নির্বাচনী জনসভায়ও তাকে ভাষণ দিতে দেখা যায়।
সিনেমাটি পরিচালনা করেছেন দিলশাদুল হক শিমুল। নির্বাচনী আমেজে ধারণ করা এ গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন পরিচালক শিমুল।
ছবিটিতে মৌসুমী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন- ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান, মতিন রহমানসহ অনেকে। ২০১৩ সালে নির্মাণ কাজ শুরু হয় এ সিনেমার। নয়া বছরে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৫/মাহবুব