ভারতে পা রেখেছেন মাত্র তিন বছর। পর্নোজগত থেকে সরাসরি বলিউডে। সমালোচনা হয়েছে ঢের, রাখি সাওয়ান্তের মতো অনেকে সুযোগ পেলেই কথা দিয়ে সানির বস্ত্রহরণে কার্পণ্য করেন না।
তবে কোন কিছুই যেন তার কাছে বাধা নয়। এতকিছুর মধ্যে একের পর এক ছবিতে, আইটেম গানে অভিনয় করে চলেছেন। তার প্রতিদানও পেয়েছেন।
গতবারের মতো এবারও ভারতে গুগল সার্চে সবাইকে পেছনে ফেলে শীর্ষে রয়েছে সানির নাম। অর্থাৎ, যতোই সমালোচনা থাকুক, ইন্টারনেটে ঢুকে ভারতীয়রা সবচেয়ে বেশি খুঁজেছে সানি লিওনকে।
অল্প সময়েই ভারতীয় দর্শকদের মন জয় করেছেন সানি লিওন।
তাঁর ভক্তের সংখ্যাও ঈর্ষা করার মতো।
তাই গুগলে তিনিই যে হবেন মোস্ট সার্চড তা যেন জানাই ছিল।
এই বছর আরও এক বার গুগলে মোস্ট সার্চড সেলিব্রিটি হলেন সানি।
এত ভালবাসা পেয়ে আপ্লুত সানি ভারতকে ধন্যবাদ জানালেন টুইটারে।
ধন্যবাদ জানালেন ভারতের সকল মানুষকে।
সানি টুইট করেছেন, ''হায় ঈশ্বর!! ভারত তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে খুব ভালবাসি। ভাবতেও পারিনি গুগল সার্টে আবারও এক নম্বর হব। শুভ রাত্রি।''
আগামী বছরের শুরুতেই মিলাপ জাভেরির সেক্স কমেডি মাস্তিজাদে ছবিতে ডবল রোলে দেখা যাবে সানিকে।
এরই মধ্যে প্রকাশিত ছবিটির টিজার অশ্লীলতার সীমা ছাড়িয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছে।
তবে সিনেমাটির সংশ্লিষ্টরা এই সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখছেন। তারা এই সমালোচনাটাই বোধহয় চাইছিলেন। তাই টিজার প্রকাশের পর মাস্তিজাদে ছবিটির নানা আউটলুকে লেখা হয়েছে 'এই টিজার তিন কোটি নটি মনকে উত্তেজিত করে তুলবে।'
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ