বলিউড অভিনেত্রী কাজলের মেমরি লস! হ্যাঁ, ঠিকই পড়ছেন। আগামীকাল মুক্তির অপেক্ষায় থাকা বলিউড সিনেমা দিলওয়ালের শুটিংয়ে না কি নায়িকার অল্প সময়ের জন্য মেমরি লস হয়েছিল। প্রায় এক ঘণ্টার জন্য তিনি কাউকে চিনতে পারছিলেন না।
সম্প্রতি এক সাক্ষাত্কারে একথা জানিয়েছেন খোদ ওই ছবির নায়ক বলিউড কিং শাহরুখ খান।
শাহরুখের কথায়, ‘‘দিলওয়ালের শুটিংয়ে কাজল একদিন বেশ অসুস্থ হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা সে কাউকেই চিনতে পারছিল না। আমরা তখন অজয় দেবগণকে খবর দিই। অজয় আসার পর ওর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে। তার পর ধীরে ধীরে কাজল সুস্থ হয়।’’
এদিকে, কাজলের মেমরি লসের খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে গোটা ইন্ডাস্ট্রি। বলিউডের অনেকেই নাকি কাজলকে যত দ্রুত সম্ভব চিকিত্সকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব