আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার অগ্রগণ্য শিল্পী, গীতিকার ও সুরকার নচিকেতা। দুই বাংলার জনপ্রিয় এ শিল্পী জীবনমুখী বাংলা গানে বিশ্বসেরা। বাংলাদেশে এসেছেন তিনি কয়েকবার। খুব শিগগিরই আবারও আসছেন দর্শক মাতাতে।
রেড ভেলভেটের আয়োজনেআগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ারস ইনস্টিডিটউটে ‘লাইভ নচিকেতা উইথ চৈতী’ শীর্ষক কনসার্টে গান শোনাবেন নচিকেতা। অনুষ্ঠান শুরু হবে বিকালে। নচিকেতা মঞ্চে উঠবেন সন্ধ্যায়। চট্টগ্রামের দর্শকরা টিকিটের বিনিময়ে উপভোগ করতে পারবেন অনুষ্ঠানটি।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা