এমনটা তো হবার কথা নয়! মিস ইউনিভার্সের মঞ্চে ভ্রান্তিবিলাস! বিজয়ীর নাম ঘোষণা, পরানো হলো মুকুট, ফের সেটা খুলে নেওয়া হলো!
মুকুট পরানোর পরে জানা গেল হয়ে গেছে মস্ত ভুল! আসলে বিজয়ী নাকি অন্য একজন!
মিস কলম্বিয়া আরিয়াদমা গুইতিয়েরেজের মাথা থেকে মুকুট খুলে পরানো হল মিস ফিলিপাইন্স পিয়া অ্যালেঞ্জো ওয়ার্টজব্যাকের মাথায়। উইনার হওয়ার এক মুহূর্তের সুখ স্বপ্ন ভুলে আরিয়াদমাকে রানার আপ-এর খেতাব নিয়ে সন্তুষ্ট থাকতে হলো।
ইভেন্ট শেষে এ বছরের সেরা সুন্দরী পিয়া জানিয়েছেন, আরিয়াদমার মাথা থেকে মুকুট খোলার মুহূর্ত তাঁকে কষ্ট দিয়েছে। তিনি মনে প্রাণে চেয়ে ছিলেন, এই প্রতিযোগিতা যেন আরিয়াদমাই জেতেন।
মিস কলম্বিয়া অবশ্য বলেন, ''সব কিছুর পিছনেই কোন না কোন কারণ থাকে। যা হয়েছে আমি তাতেই খুশি।''
লাস ভেগাসের এই 'ভুল'-এর সোনালি সন্ধ্যায় আড়ালেই রয়ে গেলেন মিস ইউনিভার্স ফার্স্ট রানার আপ মার্কিন সুন্দরী অলিভিয়া জর্ডন।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ