চলতি বছর দম ফেলার সময় ছিল না। কাজ করেছেন পিকু, তামাশা, বাজিরাও মস্তানির মতো হিট তিন-তিনটা সিনেমায়। পরের বছর স্বাভাবিকভাবে পরিচালকরা তার বাড়ির সামনে লাইন দেবেন এটাই স্বাভাবিক ছিল। অথচ সেই দীপিকার কি না ২০১৬টা তাঁর ফাঁকাই রয়েছে!
প্রস্তাব যে একেবারে ছিল এমন কিন্তু নয়। দীপিকার অবশ্য দাবি, অভিনয় জগতে নিজেকে আর আলাদা করে প্রমাণ করার প্রয়োজন নেই। ‘‘এখনও পর্যন্ত তেমন কোনও ভাল অফার পাইনি। পেলে করব।’’
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব