ব্যবসার নিরিখে ২০১৫ সালে বলিউডের সবচেয়ে ব্যবসায়িক সাফল্য পাওয়া ছবির অভিনেতা সালমান খান। কয়েকশ কোটি টাকার মালিক তিনি। আছে বিএমডব্লু, অডি, লেক্সাস, ল্যান্ড ক্রুসারসহ ইয়ামাহা ও সুজুকি বাইক। অথচ সেই সালমান খান কিনা বাড়ি ফিরলেন সিএনজিতে করে। হ্যাঁ, অবাক করা হলেও সত্যি একজন সাধারণ মানুষের মতো বলিউড সুপারস্টারও পার্টি সেরে বাড়ি ফিরলেন সিএনজিতে চড়ে।
রবিবার দেশটির এক রেস্তোরাঁয় ভাই সোহেল খানের ৪৬ বছরের জন্মদিনের পার্টির পর সালমান খান সিএনজিতে উঠে বসেন। এ সময় সালমানে পাশে বসা ছিলেন অভিনেতা নিখিল দ্বিবেদী।
জানা গেছে, সালমান খানকে যাত্রী পেয়ে একেবারে মার্সিডিজের গতিতে সিএনজি চালালেন চালক। সালমান বরং বলেন, একটু দেখে চালাও।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব