এক ঝটিকা সফরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ঘুরে গেলেন শাহরুখ খান এবং কাজল। মঙ্গলবার 'দিলওয়ালে’ ছবির প্রচারণায় কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে দেখা যায় দুই তারকাকে।
এদিন, কলকাতায় দিলওয়ালে ছবির এই দুই তারকা শুধু হাজির হননি, সেখানে ভক্তদের সঙ্গে তারা নাচলেন, গাইলেন, সেলফি তুললেন এবং সিনেমার ডায়লগ শোনালেন। আর তা দেখে মুগ্ধ হলেন অনুষ্ঠানে হাজির হওয়া তাদরে হাজার হাজার ভক্ত।
এবিপি গোষ্ঠীর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি তুলে দেওয়া হয় শাহরুখ এবং কাজলের হাতে। শাহরুখ বলেন, কলকাতা তার প্রিয় শহর। তিনি আরও বলেন, “এখানে আমাকে খান দাদা বলা হয়” চলচ্চিত্র রিলিজ হলে তিনি একবার অন্তত এই শহরে আসেন।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব