বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) উন্মক্ত প্রাঙ্গণে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী জেমস। দর্শক মাতাতে আজ বুধবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মঞ্চে উঠবেন এই ব্যান্ড তারকা। এরপর টানা দুই ঘণ্টা একে একে বিজলী, পাগলা হাওয়া, মীরাবাঈ’সহ জনপ্রিয় সব গান পরিবেশন করবেন জেমস।
জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, বুয়েটের উন্মক্ত প্রাঙ্গণে বুধবার গান গাইবেন জেমস। মাত্র কয়েকদিন দিন আগে টাঙ্গাইলে গান করেছেন]। বছরের শেষ দিনে কক্সবাজারে একটি কনসার্টেও গান গাইবেন তিনি। সব মিলিয়ে কনসার্টে ব্যস্ত রয়েছেন নগরবাউল।’
ভিন্ন রকম সুরের মূর্ছণায় তিন দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তরুণদের প্রিয় শিল্পী হয়ে আলো ছড়াচ্ছেন জেমস। দেশের বাইরেও রয়েছে তার জনপ্রিয়তা। বলিউডের সিনেমাতেও গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব