শাহরুখ খান নিজের অভিনীত ২০১১ সালের মুভি 'রা ওয়ান'র সিক্যুয়াল বানাচ্ছেন। সিক্যুয়ালটির নাম রাখা হয়েছে 'জি ওয়ান'। 'রা ওয়ান'র চেয়ে এটি অারো ভালো হচ্ছে বলে জানিয়েছেন এ অভিনেতা। কারণ গত পাঁচ বছরে প্রযুক্তি বিষয়ে তার চমৎকার অভিজ্ঞতা হয়েছে যা তিনি সিক্যুয়ালটিতে কাজে লাগাতে চান। হায়দারাবাদভিত্তিক ইংরেজি ভাষার দৈনিক 'ডেক্কান ক্রনিকল' তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
উল্লেখ্য, শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট'র ব্যানারে নির্মিত 'রা ওয়ান' মুভিটি পরিচালনা করেছিলেন অনুভব সিনহা। গৌরি খান প্রযোজিত মুভিটিতে শাহরুখ ছাড়া আরো অভিনয় করেছেন অর্জুন রামপাল ও কারিনা কাপুর প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৫/শরীফ