বক্স অফিসে পর পর মুখ থুবড়ে পড়েছে রণবীর কাপুরের বেশ কয়েকটি ছবি। তালিকায় সর্বশেষ নাম ‘তামাশা’। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর বিখ্যাত কেমিস্ট্রিও কাজে আসেনি। তবু রণবীরেই ভরসা রাখছেন নির্মাতা অয়ন মুখোপাধ্যায়। নিজের পরবর্তী ছবির জন্য রণবীর কাপুরকে বাছাই করেছেন তিনি। তবে দীপিকার সঙ্গে আপাতত বিচ্ছেদ।
অয়নের পরবর্তী ছবির নাম ‘ড্রাগন’। এখনও পর্যন্ত সে রকমই স্থির হয়েছে। স্ক্রিপ্ট তৈরি। প্রোডিউসার করণ জোহর। রণবীরের বিপরীতে থাকছেন আলিয়া ভাট। এক্কেবারে নতুন জুটি। রণবীরের সঙ্গে আলিয়ার কম্বিনেশন এই প্রথম দেখতে চলেছে বলিউড।
এমনিতেই অয়ন-রণবীর জুটির কোন মুভি এখনও পর্যন্ত হতাশ করেনি বক্স অফিসকে। প্রথম ছবি ‘ওয়েক আপ সিড’ বাণিজ্যিকভাবে দারুণ সফল। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সেই সাফল্যকেও অনেক গুণ ছাপিয়ে যায়। অয়নের পরিচালনায় রণবীরের পরবর্তী ছবিও বক্স অফিস কাঁপিয়ে দেবে এমনটায় আশা পরিচালক এবং প্রযোজকের।
অয়ন অবশ্য মেনে নিলেন, রণবীরের পর পর কয়েকটি ছবি হিট করেনি। তবে তাকে গুরুত্ব দিতে রাজি নন তিনি। শুধু আলিয়া-রণবীর নয়, নিজের সঙ্গে রণবীরের বিশেষ কেমিস্ট্রিতেও ভরসা রাখছেন পরিচালক।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর/মাহবুব