উপহারের থলে নিয়ে হাজির সান্তা আমির...। পাকা চুল দাড়ি, পরনে লাল জামা। পিঠে উপহারের থলে। সাক্ষাৎ সান্তা হাজির ঘরের মধ্যে! বাচ্চারা তখন আনন্দে আত্মহারা। কিন্তু সান্তা যেন চেনা চেনা! আর কেউ নয়। স্বয়ং আমির খানই সান্তার বেশে হাজির হয়েছেন যে!
ক্রিস্টমাসে বাচ্চাদের সঙ্গে এভাবেই সারাটা দিন কাটালেন আমির। ছেলে আজাদ এবং তার ছোট্ট বন্ধুদের সঙ্গে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজের সান্তাক্লজ সাজা ছবি পোস্টও করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ