শাহরুখ খান ও কাজল অভিনীত 'দিলওয়ালে' এবং রনবীর সিং, দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'বাজিরাও মাস্তানি' মুভি দুটি মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই গণমাধ্যম ও সিনেমাপ্রেমিদের হটকেকে পরিণত হয়। শুধু এটুকু বললে হয়তো ভুল হবে কারণ রোহিত শেঠি পরিচালিত 'দিলওয়ালে'র শুটিং শুরুর সময় থেকেই এ নিয়ে আলোচনা চলছিল। অবশেষে চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পায় বহু প্রতীক্ষিত এ মুভি দুটি। মুক্তির পর যেন এ আলোচনা আরো জোরালো হয়েছে। শাহরুখ খান না রনবীর কার মুভি কতটা আয় করছে এবং কোনটি বেশি দর্শক টানতে সক্ষম হচ্ছে সবার নজর এখন সেদিকে।
'দিলওয়ালে' না 'বাজিরাও মাস্তানি' কোনটি এগিয়ে এ সংক্রান্ত আলোচনায় শামিল হয়েছেন খোদ বলিউডের 'বিগ বি'খ্যাত অমিতাভ বচ্চনও। বিগ বি ইতোমধ্যে 'বাজিরাও মাস্তানি'র প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবার মুভিটির প্রশংসা শোনা গেলো বলিউডের বাঙালি অভিনেত্রী বিদ্যা বালানের মুখে। শাহরুখের 'দিলওয়ালে' নয়, বরং রনবীরের 'বাজিরাও মাস্তানি'ই নাকি এ অভিনেত্রীর মন কেড়েছে বলে জানিয়েছেন। 'পিঙ্কভিল্লা.কম'কে এক সাক্ষাৎকারে একথা বলেন বিদ্যা। তিনি যে ধরনের মুভি পছন্দ করেন ও দেখে থাকেন 'বাজিরাও মাস্তানি' সে ধরনেরই একটি মুভি বলে জানান এ অভিনেত্রী। শিগগিরই সময় করে মুভিটি দেখার আগ্রহও ব্যক্ত করেছেন তিনি।
আর 'দিলওয়ালে'? শাহরুখের এই মুভিটি দেখার তার আপাতত কোনো ইচ্ছা বা আগ্রহ কোনোটিই নেই বলে সাক্ষাৎকারে জানান। শোনে শাহরুখ নিশ্চয়-ই হতাশ হবেন! হওয়ার-ই কথা কারণ মুক্তির আগে 'দিলওয়ালে' 'জনতার মুভি' হবে বলে আভাস দিয়েছিলেন বলিউড বাদশাহ। আর 'বাজিরাও মাস্তানি'কে কোনো একটি বিশেষ শ্রেণীর মুভি হবে বলে দাবি করেছিলেন শাহরুখ। তখন মুভিটি নিয়ে শাহরুখের এমন মন্তব্যে বেজায় নাখোশ হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৫/শরীফ