দীর্ঘদিনের একাকীত্বের অবসান ঘটিয়ে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দেশের তারকা সংগীতশিল্পী শাকিলা জাফর। তার জীবনসঙ্গীর নাম রবি শর্মা। রবি তড়িৎ প্রকৌশলী হলেও এখন করপোরেট জগতের মানুষ। তবে তার বড় পরিচয়, তিনি একজন কবি। নিয়মিত কবিতা লেখেন। কিছুদিন আগে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টাইমস মিউজিক থেকে মুনলাইট হুইসপার নামে তার লেখা গানের একটি অ্যালবাম বেরিয়েছে।
আড়াই বছর আগে ভারতের রবি শর্মার সাথে পরিচয় শাকিলার। তবে তারা বিয়ে করেন এ বছরই। ঘরোয়াভাবে সম্পন্ন হয় এ বিয়ে।
রবি শর্মা সম্পর্কে শাকিলা জাফরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অনেক দিন ধরেই রবিকে আমি চিনেছি, জেনেছি। একজন ভালো মানুষের পাশাপাশি তিনি একজন ভালো কবিও। আমাদের বোঝাপড়াটা ভালো। আমিও একা ছিলাম। পারস্পরিক সমঝোতায় বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার পরিবারের সবাই রবিকে খুবই পছন্দ করেছেন।
তিনি আরও বলেন, ‘ওর সঙ্গে যখন পরিচয় হয়, তখনো আমি জানতাম না যে ও একজন শিল্পী। পরে জানতে পারি। ধীরে ধীরে ওকে আমার ভালো লেগে যায়। একসময় ওকে আমি বিয়ের পস্তাব দেই। এরপর পারস্পরিক সমঝোতায় বিয়ে করার সিদ্ধান্ত নেই। তাছাড়া, আমার পরিবারের সবাই রবিকে খুবই পছন্দ করেছেন।’
উল্লেখ্য, প্রকৌশলী স্বামী মান্নার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় পরই দ্বিতীয় বিয়ে করলেন শাকিলা জাফর।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব