সৈকত নাসির পরিচালিত ও প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ‘দেশা দ্যা লিডার’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমণ শিপন মিত্রের। এরপর সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘বিগ ব্রাদার’ ও সবশেষ আলভী আহমেদের ‘ইউটার্ন’ ছবিতে অভিনয় করেন। আরও অভিনয় করেন আলিশা প্রধানের বিপরীতে ‘প্রেমের কাজল’ ছবিতে। ছবিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু।
এবার শিপন প্রথমবার গ্রামীণ প্রেক্ষাপটের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটিতে নৌকার মাঝির চরিত্রে দেখা যাবে তাকে। ছটকু আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দলিল’ নামের এ ছবিতে তার বিপরীতে থাকবেন তানিয়া বৃষ্টি।
‘দলিল’ নিয়ে শিপন মিত্র বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম সুরুজ। প্রথমবার গ্রামীণ কাহিনীর ছবিতে অভিনয় করতে যাচ্ছি। তাই একটু প্রস্তুতিটাও আলাদা। জানুয়ারিতে পুবাইলে কিছু দৃশ্যধারনের পর বরিশালে এ ছবির দৃশ্যায়ন হবে। সেখানে মাঝির চরিত্রে অভিনয় করব। এটা আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র। আশা করছি, এ ছবিতে দর্শক ভিন্ন আঙ্গিকের এক শিপনকে খুঁজে পাবে।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা