বাবার হাত ধরে এবার রূপালি পর্দায় আসছেন বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান। বলিউডের গুণী নির্মাতা করণ জোহরের সিনেমায়ই হাতেখড়ি হচ্ছে তার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন স্বয়ং করণ জোহরই। তিনি বলেন, ‘আমি ছাড়া আরিয়ানকে অন্য কেউ ব্রেক দিতে পারে না। ওকে আমিই ব্রেক দেবো।’’
নতুনদের অভিনয়ে নিয়ে আসার ক্ষেত্রে বলিউডে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় করণ। ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবিতে পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ ও বরুণ ধাওয়ানকেও ব্রেক দিয়েছিলেন করণ।
আরিয়ানের ইতিমধ্যেই ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। তার মধ্যেই আরিয়ানের অভিনয়ে আসার খবরে এখন বলিউডে চড়ছে প্রত্যাশার পারদ।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব