টাইম সেলেবেক্সের এক জরিপে এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউড বাদশাহখ্যাত শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ব্যবসায়িক সাফল্য, সংবাদমাধ্যমে উপস্থিতি, বিজ্ঞাপনী চুক্তি, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তাসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে বলিউড তারকাদের নিয়ে জরিপটি করা হয়। চলতি বছরের নভেম্বরের পর্যালোচনায় ফের বলিউডের সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হলেন এ দুই তারকা।
জরিপে দেখা যায়, ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া 'দিলওয়ালে'র প্রচার কাজের জন্য খবরের শিরোনামে ছিলেন শাহরুখ। তাছাড়া ২ নভেম্বর ছিল তার ৫০তম জন্মদিন। একই দিন প্রকাশিত হয় তার 'ফ্যান' মুভির ট্রেলার। তবে অক্টোবরের চেয়ে নভেম্বরে তার জনপ্রিয়তার স্কোর ৪৪ থেকে আটত্রিশে নেমে অাসে।
এদিকে, অক্টোবরের স্কোরের চেয়ে নভেম্বরে উন্নতি হয়েছে দীপিকার। অক্টোবরের ৩৪ থেকে নভেম্বরে তিনি ৩৮-এ পৌঁছেন। রণবীর কাপুরের সঙ্গে 'তামাশা' আর রণবীর সিংয়ের সঙ্গে 'বাজিরাও মাস্তানি'র প্রচারণার সুবাদে ২৯ বছর বয়সী দীপিকা খবরের শিরোনামে ছিলেন।
উল্লেখ্য, ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া ২০১২ সাল থেকে প্রতি মাসে থেকে টাইম সেলেবেক্স প্রকাশ করে আসছে।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ