পাকিস্তানি গায়ক আদনান সামিকে চূড়ান্তভাবে ভারতের নাগরিকত্ব দেয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই তা কার্যকর হচ্ছে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। মানবিক দিক বিবেচনায় ভারতে নিজের অবস্থানের বৈধতা চেয়ে সরকারের কাছে আবেদন করেছিলেন এই গায়ক। এর প্রেক্ষিতে দেশটির সরকার তাকে নাগরিকত্ব দিলো। খবর পিটিআই'র
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত তিন মাসের ভিসা এক্সটেনসন নিয়ে এতদিন দেশটিতে ছিলেন ৪৬ বছর বয়সী এই গায়ক। আজ ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। গত ৬ অক্টোবর তাকে ওই ভিসা এক্সটেনসন দেয়া হয়েছিল।
গত কয়েক বছর ধরে ভারতকে 'সেকেন্ড হোম' বিবেচনা করে দেশটিতে অবস্থান করছিলেন তিনি। চলতি বছরের ২৬ মে মানবিক দিক বিবেচনায় দেশটির নাগরিকত্ব প্রদানের জন্য সামি দেশটির সরকারের কাছে আবেদন করেছিলেন।
উল্লেখ্য, লাহোরে জন্ম নেয়া সামি ভিজিট ভিসায় প্রথম ভারত সফর করেছিলেন ২০০১ সালের ১৩ মার্চ। ইসলামাবাদস্থ ভারতীয় হাইকমিশন তাকে এক বছরের জন্য ওই ভিসা দিয়েছিল। এরপর থেকে সময় সময় তার ভিসার মেয়াদ নবায়ন করা হচ্ছিল। ২০১৫ সালের ২৬ মে সামির পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় যা আর নবায়ন করেনি দেশটি। ফলশ্রুতিতে ভারতে বৈধভাবে বসবাসের জন্য মানবিক দিক বিবেচনায় দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য সরকারের কাছে অাবেদন করেন তিনি।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/শরীফ