চট্টগ্রামের বোট ক্লাবে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে 'বৈশাখী ধামাকা' কনসার্ট। অনুষ্ঠানটি আয়োজন করেছে স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন। পুরানো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগতম জানাতেই এই আয়োজনে। এতে গান পরিবেশন করবেন চৈতী মুত্সুদ্দী, স্বন্দিপন, ফকির শাহাবুদ্দীন, হায়দার হোসেন এবং ব্যান্ড মাইলস ও জলের গান।
আজ বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১টা পর্যন্ত। হাজার-হাজার দর্শকের উপস্থিতিতে দর্শক নেচে-গেয়ে উদাযাপন করবে থার্টিফাস্ট নাইট। অনুষ্ঠানটির উপস্থাপনা আছেন নাবিলা। কনসার্টটির মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন।
'বৈশাখী ধামাকা' কনসার্ট প্রসঙ্গে বৈশাখী টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম বলেন, 'চিটাগং সিটি কর্পোরেশনের সহযোগীতায় আমরা এ আয়োজন করেছি। নতুন বছরে নতুনভাবে সাজানো হবে বৈশাখী টিভির সংবাদ-অনুষ্ঠান। তারই সূচনা হলো এভাবে।'
বৈশাখী টিভির অনুষ্ঠান প্রধান আহসান কবির বলেন, 'বৈশাখী নতুন বছরে নতুনভাবে আবির্ভুত হওয়ার চেষ্টা হিসেবে নানা উদ্যোগ নিয়েছে। যেমন গত ২৭ ডিসেম্বর সংসদ ভবনের এলডি হল থেকে লাইভ কনসার্ট করেছি আমরা। তারই ধারাবাহিকতায় এই কনসার্ট।'
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন