যুক্তরাষ্ট্রের গায়িকা নাটালি মারিয়া কোল মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে মার্কিন গণমাধ্যম জানায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। খবর রয়টার্সের
যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি ওয়েবসাইট টিএমজেড জানায়, কনজেসটিভ হৃদরোগে আক্রান্ত হয়ে ন্যাট কিং কোলের মেয়ে নাগালির মৃত্যু হয়। এর আগে ২০০৮ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয় এবং তিনি হেপাটাইসিস 'সি'তেও ভোগছিলেন।
বিডি-প্রতিদিন/২ জানুয়ারি ২০১৬/শরীফ