সঞ্জয় দত্তের বায়োপিক তৈরি করছেন রাজকুমার হিরানি। এই ছবিতে সঞ্জয়ের তৃতীয় স্ত্রী মান্যতার ভূমিকায় কঙ্গনা রানাউতকে দেখা যাবে এমন গুঞ্জন বলিউডে ছড়িয়েছে বেশ আগেই। কিন্তু কঙ্গনা জানালেন ভিন্ন কথা। তাকে নাকি এখন পর্যন্ত এ নিয়ে কোন প্রস্তাবই দেওয়া হয়নি।
সঞ্জয়ের বহুবর্ণিল জীবনের একটি বিশেষ অংশকে নিযে ছবিটি করছেন রাজকুমার। এই ছবিতে মুখ্য নারী-চরিত্র একাধিক। এই চরিত্রগুলির একটিতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। আর একটি চরিত্রে কঙ্গনাকে দেখা যাবে, এই মর্মে গুজব রটে। সম্প্রতি সেই গুঞ্জনের অবসান ঘটালেন কঙ্গনা স্বয়ং। একটি অনলাইন পোর্টালে তিনি জানিয়েছেন, এই ছবির জন্য তার কাছে কোনও অফারই আসেনি। তিনি বিশাল ভরদ্বাজের 'রেঙ্গুন' ছবি নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন।
কয়েক মাস আগে রাজকুমার হিরানির বাড়ি থেকে কঙ্গনাকে বের হয়ে আসতে দেখে 'দত্ত' ছবিতে তাঁর কাস্টিং নিয়ে বিভিন্ন কথা হাওয়ায় ভাসতে শুরু করে। পরে জানা যায়, সম্পূর্ণ অন্য কারণে তিনি রাজকুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হিরানির পরিচালনায় তিনি এক বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তার সুবাদেই সেই সফর।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ