বলিউড অভিনেতা ও পরিচালক সোহেল খানের সঙ্গে আরেক অভিনেত্রী হুমা কোরেশির রোমাঞ্চের গুঞ্জনকে উড়িয়ে দিলেন সোহেলের স্ত্রী সীমা। সোহেল ও হুমা ডেটিংয়ে গেছেন এমন রটনাও বাতাসে ছড়িয়ে পড়েছিল। সেইসব জল্পনার ইতি টেনে সীমা বললেন, সোহেলের সঙ্গে অভিনেত্রী হুমার কোনো সম্পর্কই নেই।
সালমান খানের জন্মদিনের পার্টিতে সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে গিয়েছিলেন সীমা। সীমা জানান, হুমা সেখানে গিয়েছিলেন কি না আমি জানিও না। প্রায় ৫০০ জন অতিথির মধ্যে তাকে আমি দেখিনি।
অন্যদিকে হুমা কোরেশিও সব রটনাকে অস্বীকার করে এক টুইট বার্তায় জানান, ‘সোহেল তার ভাইয়ের মতো।’
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা